প্রশ্নোত্তর পর্বে বিধানসভার অধিবেশনে বিধায়ক রতন লাল নাথের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, রাজ্যে সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে সপ্তম বেতন কমিশন দেওয়া কঠিন। রাজ্য কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা প্রদান সংক্রান্ত বিষয় নিয়েও বিরোধীদলের বিধায়কদের সঙ্গে শাষকদলের বাদানুবাদ চলে। অর্থমন্ত্রী স্পষ্ট জানালেন, চতুর্দশ অর্থ কমিশন দাবী মোতাবেক অর্থ মিটিয়ে না দেওয়ায় ৭ম বেতন কমিশন দেওয়া কঠিন।