বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ মে ৷৷ ৩৬ শান্তিরবাজার মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় গণঅবস্থান। শান্তিরবাজার ইউ বি আই ব্যাঙ্কের সামনে অনুষ্ঠিত এই গণঅবস্থানে উপস্থিত ছিল ত্রিপুরা রাজ্য প্রভারি সুনিল দেওধর, বিজেপি দক্ষিণ জেলার সভাপতি বিভিষন দাস, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরীশঙ্কর রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই গণঅবস্থানে রাজ্য প্রভারি সুনিল দেওধরের হাত ধরে ৮ পরিবারের ৪০ জন ভোটার বিজেপি’তে যোগ দেয়।