সপ্তম পে-কমিশন সহ কেন্দ্রীয় হারে বেতন ভাতা প্রদানের দাবীতে বিজেপি’র গণধর্না

bjpগোপাল সিং, খোয়াই, ২৪ মে ৷৷ রাজ্যের সমস্ত কর্মচারী ও পেনশনারদের সপ্তম পে-কমিশন সহ কেন্দ্রীয় হারে বেতন ভাতা প্রদানের দাবীতে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সারা রাজ্যের সাথে খোয়াই জেলার ৬টি বিধানসভা এলাকায় বিজেপি ৪ ঘন্টার গণধর্না সম্পন্ন করে। খোয়াই, তুলাশিক্ষর, পদ্মবিল, কল্যানপুর, কৃষ্ণপুর ও তেলিয়ামুড়া মন্ডল কমিটি নিজ নিজ স্থানে গণধর্না সংগঠিত করে। এই স্থান গুলিতে নেতৃত্ব দেন খোয়াই জেলা প্রভারি অমিত রক্ষিত, বিজেপি এস টি সেলের রাজ্য সভাপতি যিশু দেববর্মা, বিজেপি ও বি সি সেলের রাজ্য সভাপতি প্রফুল্ল দেব, খোয়াই জেলা সভাপতি হরিশংকর পাল, নারী নেত্রী মণিহার দেববর্মা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*