গোপাল সিং, খোয়াই, ২৫ মে ৷৷ শান্তি-সম্প্রিতি, উন্নয়নের স্বপক্ষে, বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়ীকতা ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শ্লোগানকে সামনে রেখে বিকেল ৫টায় টি ই সি সি (এইচ-বি-রোড), খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিশাল মিছিল সংগঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে খোয়াই অফিসটিলা থেকে সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল খোয়াইয়ের রাজপথ পরিক্রমা করে পুরানবাজারে এক সভায় এসে মিলিত হন। মিছিলে পা মিলিয়েছেন খোয়াই বিভাগীয় সম্পাদক প্রদ্যুৎ ভট্টাচার্য, শিক্ষক নেতৃত্ব দীপাল ঘোষ, কর্মচারী নেতা রাণা ভট্টাচার্য সহ অন্যান্যরা।