আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে ৷৷ আগরতলা শহরে ফের চালু হচ্ছে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। শহরের ৭টি ব্যস্ত ও স্পর্শকাতর মোড়ে বসানো হয়েছে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল। পয়েন্টগুলি হল – উত্তর গেইট, ওরিয়েন্ট চৌমুহনী, গোর্খাবস্তি, প্যারাডাইস চৌমুহনী, আই জি এম চৌমুহনী, গণরাজ চৌমুহনী ও মঠ চৌমুহনী। এর ফলে ব্যয় হচ্ছে পৌনে এক কোটি টাকা। প্রতি পয়েন্টে ব্যয় হচ্ছে প্রায় ১২ লক্ষ টাকা। ট্রাফিক সিগন্যাল গুলি হচ্ছে অটোমেটিক। প্রতিটি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মেশিনের সঙ্গে থাকছে সিসি ক্যামেরা। আইন ভাঙলে অটোমেটিক্যালি বাইক বা গাড়ির নম্বর সহ আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজ চলে যাবে ট্রাফিক দপ্তরে। কোনও পয়েন্টে ট্রাফিক পুলিশের দরকার পরবেনা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ৭টি ব্যস্ত ও স্পর্শকাতর মোড়ে বসানো এই ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যালগুলি পরীক্ষার জন্য চালানো হয়।