রমজানের প্রথম দিনেই আত্মঘাতী হামলা আফগানিস্তানে, মৃত ১৮, আহত ৬

afgnআন্তর্জাতিক ডেস্ক ৷৷ শনিবার শুরু হল রমজান মাস। আর প্রথম দিনেই আত্মঘাতী হামলা হল পূর্ব আফগানিস্তানের খোস্ত শহরে। এতে প্রাণ হারিয়েছেন ১৮জন, আহত ৬। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায়স্বীকার করেনি। মার্কিন সেনার সঙ্গে হাত মিলিয়ে খোস্তে কাজ করছে আফগান বাহিনী। হামলায় তাদেরই টার্গেট করা হয়। আফগান অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, একটি গাড়ি বোঝাই বিস্ফোরক নিয়ে হামলা চালায় আত্মঘাতী জঙ্গি। সে টার্গেট করে স্থানীয় একটি বাস স্টপকে। যাঁরা হতাহত হয়েছেন, তাঁরা সকলেই সাধারণ নাগরিকের পোশাকে ছিলেন তাই কারও পরিচয় এখনও জানা যায়নি। যদিও মৃতদের মধ্যে বেশ কয়েকজন আফগান সেনা রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার কান্দাহারে সেনা ছাউনিতে তালিবান হামলায় অন্তত ১৫জন আফগান সেনার মৃত্যু হয়। পরদিনই এই ঘটনা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*