গোপাল সিং, খোয়াই, ২৭ মে ৷৷ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় খোয়াই টাউন হলে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। তাছাড়া বিশিষ্ট কবি প্রদীপ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক ইন্দো মাধব চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করা হয়। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবনি নিয়ে আলোচনা ছাড়াও গান ও নৃত্য পরিবেশিত হয়।