গোপাল সিং, খোয়াই, ২৭ মে ৷৷ কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের জনস্বার্থ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে এবং রাজ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে গাড়ী জাঠায় শামিল হবার আহ্বানে শনিবার সি পি আই (এম) খোয়াই মহকুমা কমিটির গাড়ী জাঠা শুরু হল রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী জননেতা প্রয়াত নৃপেন চক্রবর্তীর পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। এদেনের কর্মসূচীতে সামিল হন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, খোয়াই জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ দত্ত, খোয়াই জেলা কমিটির সদস্য নির্মল বিশ্বাস, বিদ্যুৎ ভট্টাচার্য, সুখেন্দু বিকাশ দে, সি পি আই (এম) খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা এবং সুভাষপার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।