আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে ৷৷ দুইটি পৃথক পৃথক পথ দুর্ঘটনায় প্রান হারাল ২ জন। গুরুতর আহত হয়েছেন প্রায় ৯ জন। তাঁর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রথম পথ দুর্ঘটনাটি ঘটে রবিবার আনুমানিক সকাল ৬টায় আসরতলা শহরতলীর আমতলীর পাশে। আমতলী থানা সূত্রে জানা যায়, আগরতলা থেকে বিশালগড় যাওয়ার পথে TR01 1478 নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিশালগড় থেকে আগরতলা আসার পথে নম্বর বিহীন নতুন একটি বলেরো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রায় হারায় কুলদ্বীপ পোদ্দার (২৬) নামে এক যুবক। গুরুতর আহত হয়েছেন প্রায় ৯ জন। বর্তমানে তারা আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
দ্বিতীয় পথ দুর্ঘটনাটি ঘটে একই দিনে আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ আমতলী থানাধীন নিমবাগ এলাকায়। আমতলী থানা সূত্রে জানা যায়, TR01 F 2400 নম্বরের একটি অটো সুভাষ দেবনাথ (৫০) বামে এক ব্যাক্তিকে ধাক্কা মারে। তাতে প্রান হারায় জনৈক ঐ ব্যাক্তি। পুলিশ আটোটিকে আটক করেছে।