আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷৷ রাজ্যের ১৭৭টি বিদ্যালয় থেকে ৩৩৭৭ জন ছাত্রছাত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পরীক্ষায় বসেছিল। এর মধ্যে ১২টি বিদ্যালয় থেকে মাত্র ৫ জন করে এবং ৬টি বিদ্যালয় থেকে মাত্র ৪ জন করে পরীক্ষার্থী ছিলেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা সহ এডিসি এলাকাগুলির বেহাল দশার চিত্র তুলে ধরেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। বুধবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে শ্রী বর্মণ জানান, সম্প্রতি রাজ্য বিধানসভার অধিবেশনে তিনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছিলেন পরে পর্ষদের সচিব স্বপন কুমার পোদ্দার এক বিবৃতিতে এর প্রতিবাদ করেছিলেন। যা স্বাধীকার ভঙ্গের সামিল। কারন বিধানসভার অভ্যন্তরে উনার মত রাখার কোন অধিকার নেই। শ্রী বর্মণ জানান, স্বাধীকার ভঙ্গের অভিযোগ এনে তিনি রাজ্যের মূখ্যসচিব এবং বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখেছেন।