রাখাল শীল্ড চ্যাম্পিয়ান লালবাহাদুর

Untitled-1দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১১ নভেম্বর ।। দীর্ঘ দিন বাদে উমাকান্ত ময়দানকে পুরনো ছবিতে দেখা গেছে রাখাল শীল্ড ফাইনাল উপলক্ষে। ফুটবল প্রেমী মানুষেরা আবার উমাকান্ত ময়দানে ফুটবলের টানে ভীড় জমিয়ে ফুটবলকে অক্সিজেন জুগিয়েছেন। রাখাল শীল্ড ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হয় লালবাহাদুর ক্লাব বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। আশা করা হয়েছিল স্পোর্টস স্কুল অঘটন ঘটাতে পারে, কিন্তু জান লড়িয়ে যুদ্ধ শেষে হার মেনেছে স্পোর্টস স্কুল। তিন একে লালবাহাদুর বাহাদুরী দেখিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। আগরতলার ফুটবল মাঠ থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন সেই ক্ষেত্রে রাখাল শীল্ড ফাইনাল অনেকেরই জৌলূষ ভরা দিনের স্মৃতি উস্কে দিয়েছে। নব নির্বাচিত রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা প্রথম পরীক্ষায় ভালোভাবেই পাশ করেছেন বলা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*