বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুন ৷৷ হাজার হাজার মানুষের দৃপ্ত মিছিল নিয়ে কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের দাবীতে জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন দিল বিজেপি। বৃহস্পতিবার বেলোনীয়ায় বিজেপি’র এই গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, জনজাতি মোর্চা নেতা বিষ্ণু দেববর্মণ এবং দক্ষিণ জেলা সভাপতি বিভীষণ দাস। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্য সরকার বছরের পর বছর কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলে রাজ্যের কর্মচারী ও প্রনশনার্দের বঞ্চিত করে আসছেন।