আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ৷৷ আগামী ১লা জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলা। সপ্তাহ ব্যাপী এই উৎসব ও মেল আয়োজনের বিষয়ে আলোচনা করতে গীতবিতান হলে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পর ত্রিপুরা বিধানসভার উলাধ্যক্ষ পবিত্র করকে চেয়ারম্যান করে ৯৭ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় রানীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন মীরা ভট্টাচার্য, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রদীপ দেবনাথ, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সবিতা দাস ও ভাইস চেয়ারম্যান নীহাররঞ্জন শূর প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক মিলিন্দ রামটেকে, জিরানীয়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য, সদর মহকুমা শাসক সমিত রায়চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় উৎসব আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় নয়টি উপ কমিটিও গঠন করা হয়।