আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ৷৷ রাজ্য সরকার মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে শিক্ষাত্র উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করে কাজ করছে। রাজ্য বাজেটেও শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। কারন আমাদের লক্ষ্য হচ্ছে সবার জন্য শিক্ষা। আজকে যে সুযোগ সুবিধা তৈরী হচ্ছে, তাতে বাড়ির ১ কিমির মধ্যেই রয়েছে প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার কৈলাশহরে ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের ভাষনে একথা বলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। উল্লেখ্য, বিদ্যালয়টির নতুন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৬৯ লক্ষ টাকা। ভবনটিতে ২৭টি শ্রেণীকক্ষ রয়েছে।