আনন্দে এক ফোঁটা চেনা

Untitled-6দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ নভেম্বর ।। আনন্দে মানুষ আত্মহারা হয়ে উঠে – সবারই জানা। কিন্তু আনন্দের বহরে যখন অনাকাঙ্ক্ষিত বিষয় যুক্ত তখন সেই আনন্দ কূলষতা হয়ে যায়। রাখাল শীল্ড জয়ে লালবাহাদুর ক্লাবের ঐতিহ্যকে ধূলোয় মিশিয়ে দিয়েছেন দুই ম্যানেজার। অভব্য আচরনে ধিক্কার জানিয়েছেন মাঠে আসা দর্শকরা। সব মিলিয়ে বলা যায় – আনন্দে এক ফোঁটা চেনা। 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*