ভারতের সন্ত্রাসবাদ বিরোধী লড়াই পূর্ণ সমর্থন করে ফ্রান্স, বললেন ফরাসি প্রেসিডেন্ট

mdআন্তর্জাতিক ডেস্ক ৷৷ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-নরেন্দ্র মোদী বৈঠক। এলিসি প্রাসাদে দুজনের আলোচনায় মাকরঁ স্পষ্ট জানান, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী লড়াই পূর্ণ সমর্থন করে ফ্রান্স। মোদীও বলেন, সন্ত্রাসবাদের বিপদ বর্তমান বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির অন্যতম। সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি পারস্পরিক স্বার্থ জড়িত, এমন নানা ইস্যুতে মতবিনিময় হয় তাঁদের। কৌশলগত সম্পর্ক জোরদার করা, সন্ত্রাস দমন, জলবায়ু বদলের মতো বিষয় উঠে আসে আলোচনায়। বৈঠকের পর বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে দুই রাষ্ট্রনেতার ছবি ট্যুইটারে দেন। তার সঙ্গে লেখেন, নয়া উষ্ণতা, বন্ধুত্বের সূচনায় বৈঠক হল। প্রধানমন্ত্রী @নরেন্দ্র মোদী প্যারিসে সাক্ষাত্ করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে। রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক, সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক আর্থিক সম্মেলনের পর ফ্রান্স এসেছেন প্রধানমন্ত্রী। তার আগে তিনি ঘুরে এসেছেন জার্মানি, স্পেনেও। ফ্রান্স সফরের প্রাক্কালে মোদী বলেছিলেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কার, সেখানে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি, বহুবিধ রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থায় ভারতের সদস্যপদ, সন্ত্রাস দমন অভিযান, জলবায়ু বদলে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মতামত বিনিময় হবে আমার। প্রসঙ্গত, ভারতের নবম সর্ববৃহত্ বিনিয়োগ পার্টনার ফ্র্রান্স। প্রতিরক্ষা, মহাকাশ, পরমাণু ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, নগরোন্নয়ন ও রেলওয়ের মতো ক্ষেত্রেও ভারতের উন্নয়নের উদ্যোগে সঙ্গী মাকরেঁর দেশ। গত মাসে নির্বাচনে জিতে ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন ৩৯ বছর বয়সি মাকরঁ। মোদী তখনই তাঁকে অভিনন্দন জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*