প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল, পাশের হার ৯০.৯৫ শতাংশ

cbseজাতীয় ডেস্ক ৷৷ প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল। গতবারের তুলনায় পাশের হার কমল পাঁচ শতাংশেরও বেশি। মেয়েদের তুলনায় ছেলেদের ফল ভাল হয়েছে। সামগ্রিক ফলের পাশাপাশি পারফেক্ট টেন কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজের ক্ষেত্রেও এগিয়ে ছেলেরা। গতবার সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার ছিল ৯৬.২১ শতাংশ। এবার সেখানে ৯০.৯৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। গত বছর ছেলেদের পাশের হার ছিল ৭৮.৯ শতাংশ। এবার সেটা বেড়ে হয়েছে ৯৩.৪ শতাংশ। মেয়েদেরও পাশের হার বেড়েছে। গতবার পাশ করেছিল ৮৮.৬ শতাংশ মেয়ে। এবার সেখানে ৯২.৫ শতাংশ মেয়ে পাশ করেছে। তবে তা সত্ত্বেও পাশের হারে এগিয়ে ছেলেরা। এবার পারফেক্ট টেন পেয়েছে ১,০৫,১৮৮ জন ছেলে। সেখানে ১,০০,৯৫০ জন মেয়ে পারফেক্ট টেন পেয়েছে। এবার ১৬,৩৪৭টি স্কুলের ১৬,৬৭,৫৭৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল। আজ দুপুরে প্রথমে দিল্লি, চেন্নাই, দেহরাদুন, ত্রিবান্দম ও এলাহাবাদ অঞ্চলের ফল প্রকাশ করা হয়। পরে সন্ধ্যায় আজমেঢ়, ভুবনেশ্বর, চণ্ডীগড়, গুয়াহাটি ও পটনা অঞ্চলের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের আধ ঘণ্টা আগে সিবিএসই-র ওয়েবসাইট ক্র্যাশ করায় পরীক্ষার্থীদের দীর্ঘক্ষণ উদ্বেগের প্রহর গুণতে হয়। আগামী বছর থেকে ফের বোর্ডের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*