আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷৷ রবিবার সন্ধ্যায় মহাকরণে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। পরে তিনি মূখ্যসচিব সঞ্জীব রঞ্জনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের শেষে মহাকরণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী সিংলা জানান, মূখ্যমন্ত্রীর সঙ্গে তিনি মূলতঃ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সে সময় ভারত ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মূখ্যসচিবের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, ফেনী ব্রীজ নির্মাণ, আগরতলা-আখাউড়া রেল প্রকল্প, আশুগঞ্জ বন্দর সহ বাংলাদেশের অন্যান্য বন্দরের ব্যভার নিয়ে আলোচনা হয়।