বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুন ৷৷ শনিবার শান্তির বাজার দ্বাদশ শ্রেনি বিদ্যালয় মাঠে মোদি ফেস্টের শুভ সূচনা করেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ল। শনিবারই তিনি দু’দিনের জন্য রাজ্য সফরে আসেন। কেন্দ্রীয় বিজেপি সরকারের তৃতীয় বর্ষপূর্তিতের অঙ্গ হিসেবে এই ফেস্টের আয়োজন করা হয়। ৩৬ শান্তির বাজার বিজেপি মন্ডল কমিটির লোকজন এক বাইক রেলির মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীকে হেলিপেড থেকে বিজেপি পার্টি অফিস পর্যন্ত নিয়ে আসেন পরবর্তী সময় শ্রী সানোয়ল স্কুলমাঠে এসে ফিতাকেটে মোদি ফেস্টের শুভ সুচনা করেন। অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রি সর্বানন্দ সানোয়ল সঙ্গে ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপির রাজ্য প্রভারি সুনিল দেওধর, দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস ও অন্যান্য নেতৃত্ববর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সর্বানন্দ সানোয়ল আসামের উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে সকলকে জানিয়ে তিনি বলছেন, নরেন্দ্র মোদি এই তিন বছরের মধ্যে উত্তরপূর্বাঞ্চলের জন্য অনেক কিছু করেছেন যা এই মোদি ফেস্টের মাধ্যমে জানাযাবে। তিনি সকলের আগামী নির্বাচনে যেন সকলে বিজেপি সরকার গঠন করতে পারে তেমন পরিবেশ গড়ে তোলার জন্য বিশেষ আহব্বান জানান। তিনি বলেন, নরেন্দ্র মোদির সরকার গঠনের সঙ্গে সঙ্গে উত্তরপূর্বাঞ্চলের বিকাশ শুরু হয়েছে, যা আগে হয় নি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব শান্তির বাজারের সকল নাগরিককে এই ফেস্টে এসে পরিদর্শনের আহব্বান করেন। ফেস্ট উদ্ভোদনের পর আসামের মুখ্যমন্ত্রী স্টলগুলি পরিদর্শন করে দেখেন।