আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের মাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক এবং মাধ্যমিক আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে আগামী ৬ই জুন, ২০১৭। মঙ্গলবার সকাল ৯টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে মাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক এবং মাধ্যমিক আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বলে পর্ষদ সূত্রে খবর। ফল প্রকাশের পর বিদ্যালয় প্রধান বা বিদ্যালয়ের প্রতিনিধিরা তাদের নিজ নিজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরই সকাল ৯টা ৪৫ মিনিটে নিন্মলিখিত সার্ভিস থেকে প্রভিশন্যাল ফলাফল জানতে পারবে।
ওয়েবসাইট : www.tbse.in, www.tripura.nic.in, www.tripuraresults.nic.in, www.tripurainfo.com, www.tripuratoday.com, www.tripurachronicle.in, www.exametc.com, www.indiatoday.in, www.indiaResults.com, www.innovaindia.com, www.timesinternet.in.
Call Centre: 238-0566, 241-3946/0039/0156/0160/0165/0172/0173/0174/0176.
SMS সার্ভিসঃ মাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক এবং মাধ্যমিক আলিম পরীক্ষার ফলাফল জানতে মোবাইল থেকে টাইপ করুন TBSE10 এরপর Space দিয়ে Roll No টাইপ করে পাঠাতে হবে 7738299899 অথবা 54242 নম্বরে।