এবার মুখোমুখি যুদ্ধে দেখা যাবে মহিলা সেনাকর্মীদের, জানালেন সেনাপ্রধান

armyজাতীয় ডেস্ক ৷৷ এবার মুখোমুখি যুদ্ধে দেখা যাবে মহিলা সেনাকর্মীদের। জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এতদিন মহিলারা সেনাবাহিনীতে কাজ করলেও মুখোমুখি যুদ্ধের সুযোগ শুধু পুরুষদেরই একচেটিয়া ছিল। সেনাপ্রধান জানিয়েছেন, মেয়েদের যুদ্ধে পাঠানোর বিষয়টি দ্রুত সবুজ সংকেত পেতে চলেছে। প্রাথমিকভাবে সেনাবাহিনীর পুলিশ বিভাগে নেওয়া হবে মহিলাদের। তারপর তাঁদের আনা হবে সেনা জওয়ান পদে। হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া কোথাও মহিলাদের সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় না কারণ যুদ্ধবন্দি হলে তাঁদের ওপর অকথ্য অত্যাচার হতে পারে। যে দেশগুলি সুযোগ দেয়, তারা হল, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ব্রিটেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, সুইডেন ও ইজরায়েল। এ দেশেও এই মুহূর্তে মহিলারা সেনার কিছু নির্দিষ্ট পদেই কাজ করেন যেমন, চিকিৎসা, আইন, শিক্ষা, সিগন্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ নিয়ে আগেও যথেষ্ট বিতর্ক হয়েছে। কিন্তু রাওয়াত জানিয়েছেন, জওয়ান পদে মহিলাদের নিয়োগ করতে তিনি প্রস্তুত, বিষয়টি এখন কেন্দ্রের বিবেচনাধীন। গত বছর অবশ্য ভারতীয় বায়ুসেনা ৩ মহিলা অফিসারকে ফাইটার পাইলট পদে নিয়োগ করেছে। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে নৌসেনাও।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*