ওয়েব ডেস্ক, ১২ নভেম্বর ।। মাত্র ১২ মিনিট। এর মধ্যেই আগামী বছর অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড বিশ্বকাপে ওয়াঘা সীমান্তের দুই দেশের ২২ গজের লড়াইয়ের টিকিট শেষ হয়ে গেল। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে হবে ভারত-পাকিস্তান গ্রুপ লিগের প্রথম ম্যাচ। ৫০ হাজারের দর্শকাসনের সাধারণ সব টিকিট ইন্টারবেটে আসার মাত্র ১২ মিনিটেই বিক্রি হয়ে গেল। অবশ্য সাউথ অস্ট্রেলিয়ার ডেপুটি প্রিমিয়ার জানিয়েছেন, সাধারণ মানুষ হলিডে ও বিজনেস প্যাকেজ নিলে এই ম্যাচের টিকিট পাবে।
প্রসঙ্গত, ২০ হাজার ভারতীয় এই ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বলে খবরে প্রকাশ।
ওয়ানডে বিশ্বকাপে ভরাত কখনও পাকিস্তানের কাছে হারেনি। ২০১৫ বিশ্বকাপে ভারতের গ্রুপে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরবআমিরশাহি। গ্রুপ থেকে চারটি করে দল নক আউট রাউন্ডে উঠবে।