আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ ৪নং বরজলা কেন্দ্রের পটুনগর পঞ্চায়েতের অন্তর্গত ১৩নং বুথের হাতীপাড়া কলোনীর মদন দেবনাথের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় বিজেপি’র এক সভায় ২৮ পরিবারের ১১৫ জন ভোটার সি পি আই (এম) দল ত্যাগ করে বিজেপি’তে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দলে বরণ করে নেন ৪নং বরজলা বিধানসভার বিজীত পার্গথী শৃষ্ট মোহন দাস।