বাইখোরা কমিউনিটি হলে শহিদ অমল সরকারের স্মরসভা

Amalবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ জুন ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তরগত বাইখোরার বাসিন্দা এস এস বি তে কর্মরত অমল সরকার গত ৯ই মে আসামের কোকরাঝারে দেশমাতৃকার সিমান্ত রক্ষায় আত্মবলিদান করেন তারই স্মরন সভা অনুষ্ঠিত হয় রবিবার বাইখোরা কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার স্বাস্থ্যদপ্তরের মন্ত্রি বাদল চৌধুরি, দক্ষিন জেলার সভাতিপতি হিমাংশু রায়, দক্ষিন ত্রিপুরার জেলা শাসক সিকে জমাতিয়া, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রি বি মহোদয়া, টি এস আর এর নবম বেটেলিয়াভ এর কমানডেন্ট , দক্ষিন জেলার পুলিশ এর এস পি, বিধায়ক জশবিব ত্রিপুরা, শহিদ এর মা বাবা সহধর্মিনি মেয়ে ও আত্মিয় পরিজন । অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দ শহিদের ফটোতে ফুল দেন পরে শহিদের আত্মার সৎগতির জন্য একমিনিট নিরবতা পালনকরেন। পরবর্তি সময় নবম বেটেলিয়াম টি এস আর কতৃক বাদ্য যন্ত্রের মাধ্যমে জাতিয় সঙ্গিত পরিবেশন করে অনুষ্ঠান সুরু করাহয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্র মহোদয় আজ বিছিন্নতা বাদির কথা তুলেধরেন। এই বিছিন্নতা বাদিদের জন্য আজ অমল সরকারক প্রান হারাতে হয়েছে। তিনি জানান কেন্দ্রিয় সরকার এই বিছিন্নতা বাদি শক্তিকে দমন করতে কেন্দ্রিয় সরকার সঠিক পদক্ষেপ গ্রহন করছেনা। এই শহিদের পরিবারের উন্নতি কল্পে কেন্দ্রিয় সরকার কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করছেনা। অমল সরকার ছিল কেন্দ্রীয় কর্মচারি উর পরিবারের সাহায্যে প্রথমে কেন্দ্রকে ঝাপিয়ে পরার কথাছিল কিন্তুতা হয়নি। এছারা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এস পি জানান প্রসাশনিরস্তরে যেকোনো প্রকার সাহায্য লাগলে তিনি সাহায্যের হাত বারিয়ে দেবেন। ডিম সি কে জমাতিয়া ও বলেছেন উদের তরফথেকে যাকিছু সাহায্য করতে পারবেন তা করবেন। এছারা অনুষ্ঠানে উপস্থিত সকলো শহিদের পরিবারকে সমবেদনা জানান। অনুষ্ঠানে অমলসরকারের পরিবারের লোকজনের কখার মধ্যদিয়ে অমল সরকারের সংক্ষিপ্ত জিবন কাহিনি সকলের সামনে উঠেআসে। ১৯৭০ সালের ৭ই সেপ্টেম্বর বাইখোরার বাসিন্দা শ্রী কানুলাল সরকার ও শ্রীমতি মীরা সরকারের ঘরে জন্মনেয় অমল সরকার । ১৯৭৭ সালে ১লা জানুয়ারী বাইখোরা দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনিতে ভর্তিহন পরবর্তী সময় ১৯৮৯ সালে ঐ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরিক্ষায় উক্তিন্নহন। ২৮ শে সেপ্টম্বর ১৯৯০ কেন্দ্রিয় আধাসামরিক বাহিনি সহস্র সীমা বল তথা এস এস বি তে যোগদান করেন। ১৯৮৯ সালে ২৪শে ফেব্রুয়ারী জোলাইবারির বাসিন্দা শ্রীযুত গিরিন্দ্র মজুমদার ও শ্রীমতি বাসন্তী মজুমদারের কণ্যা শ্রীমতি শিমুলী মজুমদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিন কন্যা প্রথম কন্যা বাইখোড়া দ্বাদশশ্রেনী বিদ্যালয় থেকে উচ্চতর মাধ্যমিক পরিক্ষায় উক্তিন্ন হয় দ্বিতীয় কন্যা ৮ম শ্রেনীতে আর তৃতীয় কন্যা ২য় শ্রেনিতে পাঠরত। অমল সরকারের বিভিন্ন বিরত্বের উপর দৃষ্টিরেখে ২০১৩ সালে পদোন্নোতি করে সাবইনেস্পেক্টর এর দায়িত্ব দেওয়া হয়। গত ৯ই মে ২০১৭ আসামে চিরাং জেলার মানস অভয়ারণ্যে গভির জঙ্গলে জঙ্গি অভিজানে ভারত মাতার এই বীর সন্তাধ শহিদ হন। রেখে গেছেন উনার তিন কন্যা সহধর্মিনি মা ও বাবা কে। অমল সরকার সকল ভারতবাসির মনে চির স্মরনিয় হয়ে থাকবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*