আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ পাঁচদিন ব্যাপী ষষ্ঠ ঊষাবাজার বইমেলা ২০১৭ এর সূচনা হল সোমবার। এদিন ভারতরত্ন সংঘ ও ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের উদ্যোগে ঊষাবাজারস্থিত ভারতরত্ন সংঘ প্রাঙ্গণে পাঁচদিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র। ৫ই জুন থেকে ৯ই জুন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বইমেলা। সোমবার ষষ্ঠ ঊষাবাজার বইমেলার উদ্বোধনী আনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী পাঞ্চালী ভট্টাচার্য, কবি ও কথাশিল্পী কিশোর রঞ্জন দে, ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সম্পাদক রঘুনাথ সরকার, ভারতরত্ন সংঘের সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন বিধায়িকা গৌরি ভট্টাচার্য প্রমুখ।