আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ “প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র তৈরী করা” অর্থাৎ “Connecting People of Nature” এই মূল থিম কে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও সারা দেশের সঙ্গে রাজ্যজুড়ে নানান কর্মসূচীর মধ্য দিয়ে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার উদ্যোগে সাড়ম্বরে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এরই কর্মসূচীর অঙ্গ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “ন্যাশনাল ইয়ুথ প্রজেক্ট ত্রিপুরা এবং ডঃ এস এন সুব্বারাও যুব বিকাশ কেন্দ্র” রবিবার ও সোমবার দু’দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী এবং সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। “ন্যাশনাল ইয়ুথ প্রজেক্ট ত্রিপুরা এবং ডঃ এস এন সুব্বারাও যুব বিকাশ কেন্দ্র”-র কর্মকর্তা ও সদস্যরা বড়জলা ও কামালঘাটস্থিত শান্তিপাড়াতে এলাকার শিশুশিল্পী ও এলাকাবাসীদের আলোচনা অনুষ্ঠান শেষে কচকাচাদের হাত ধরে বৃক্ষরোপন করেছেন। বিশেষতঃ আগামী প্রজন্মের কাছে প্রকৃতির সঙ্গে মানুষের আদান প্রদানের যে চির যোগসূত্র রয়েছে তারই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়াই হল এদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উউপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দেবাশিষ মজুমদার, সম্পাদিকা প্রতিমা দেববর্মা, প্রিয়াঙ্কা দাস, বিশিষ্ট সমাজ সেবক কাজল দেবনাথ, নমিতা ভট্টাচার্য প্রমুখ।