বুধবার উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের পরীক্ষার ফলাফল

TBSe.jpg2আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের এবং উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস, উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে আগামী ৭ই জুন, ২০১৭। বুধবার সকাল ৯টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বলে পর্ষদ সূত্রে খবর। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরই সকাল ৯টা ৪৫ মিনিটে নিন্মলিখিত সার্ভিস থেকে প্রভিশন্যাল ফলাফল জানতে পারবে।
ওয়েবসাইট : www.tbse.in, www.tripura.nic.in, www.tripuraresults.nic.in, www.tripurainfo.com, www.tripuratoday.com, www.tripurachronicle.in, www.exametc.com, www.indiatoday.in.
Call Centre: 238-0566, 241-3946/0039/0156/0160/0165/0172/0173/0174/0176.
SMS সার্ভিসঃ উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের, উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস, উচ্চমাধ্যমিকমাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের পরীক্ষার ফলাফল জানতে মোবাইল থেকে টাইপ করুন TBSE12 এরপর Space দিয়ে Roll No টাইপ করে পাঠাতে হবে 7738299899 অথবা 54242 নম্বরে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*