
অধ্যাপক মিহির কান্তি দেব জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬৭.৩৮ শতাংশ। ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৬৬.১৪ শতাংশ। এবছর প্রথম দশে স্থান পেয়েছে ১৮ জন। এবছর মাধ্যমিক পরীক্ষা বসেছিল ৩৭ হাজার ১২২ জন ছাত্রছাত্রী। পাস করেছে ২৫ হাজার ১১ জন। এর মধ্যে প্রথম বিভাগে ৪,৩২৯ জন, দ্বিতীয় বিভাগে ৫,৫২৩ জন এবং তৃতীয় বিভাগে পাশ করেছে ১৫,১৫৯ জন পরীক্ষার্থী। এবছর ছেলেদের পাশের হার ৬৯.৪২ শতাংশ ও মেয়েদের পাশের হার ৬৫.৩৬ শতাংশ। ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় পাশের হার ৪৯.০৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৪১.৪৬ শতাংশ। জেলাগুলির মধ্যে পাশের হারে প্রথম হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা। পাশের হার ৭৫.৬৫ শতাংশ। দ্বিতীয় স্থানে গোমতী জেলা, পাশের হার ৭২.১৭ শতাংশ। তৃতীয় স্থানে পশ্চিম ত্রিপুরা জেলা, পাশের হার ৬৮.৮৪ শতাংশ। চতুর্থ স্থানে উত্তর ত্রিপুরা জেলা, পাশের হার ৬৭.০৬ শতাংশ। পঞ্চম স্থানে সিপাহীজলা জেলা,পাশের হার ৬৬.৪০ শতাংশ। ষষ্ঠ স্থানে ঊনকোটি জেলা, পাশের হার ৬৪.৪৮ শতাংশ। সপ্তম স্থানে ধলাই জেলা, পাশের হার ৫৬.৮৭ শতাংশ। অষ্টম স্থানে খোয়াই জেলা, পাশের হার ৫৭.০৮ শতাংশ।
এক নজরে TOP 10 স্থানাধিকারীরা হল –
১) প্রথম স্থান দখল করেছে শিশু বিহার এইচ এস স্কুলের অর্ণব চৌহান। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।
২) দ্বিতীয় স্থান দখল করেছে অমরপুর ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের প্রীদিতি দাস। তার প্রাপ্ত নম্বর ৬৭১।
৩) তৃতীয় স্থান দখল করেছে শিশু বিহার এইচ এস স্কুলের সাগর চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৬৮।
৪) যুগ্মভাবে চতুর্থ স্থান দখল করেছে ৫ জন। এরা হল উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের কৃষ্ণেন্দু সাহা, বেলোনীয়া গভঃ ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের আকাশ মজুমদার, বিবেকানন্দ শিশুনিকেতনের মহুলমিতা লস্কর, শিশু বিহার এইচ এস স্কুলের আবীর দেবনাথ ও হেনরি ডিরোজিও একাডেমী এইচ এস স্কুলের সৌরভ দেবনাথ। তাদের প্রাপ্ত নম্বর ৬৬৪।
৫) পঞ্চম স্থান দখল করেছে শিশু নিকেতনের রত্নদ্বীপ চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৬১।
৬) ষষ্ঠ স্থান দখল করেছে বৃন্তক শিশু নিকেত দিগন্ত বৈদ্য। তার প্রাপ্ত নম্বর ৬৬০।
৭) যুগ্মভাবে সপ্তম স্থান দখল করেছে দুই জন। এরা হল বিবেকানন্দ শিশু নিকেতনের পৌলমী মজুমদার ও রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের সৌরভ পোদ্দার। তাদের প্রাপ্ত নম্বর ৬৫৯।
8) যুগ্মভাবে অষ্টম স্থান দখল করেছে দুই জন। এরা হল ধর্মনগর গভঃ গার্লস এইচ এস স্কুলের রিস্মিতা ধর ও শিশু বিহার এইচ এস স্কুলের প্রীথি দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৫৮।
৯) যুগ্মভাবে নবম স্থান দখল করেছে দুই জন। এরা হল উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের কুলদীপ দাস ও শিশু বিহার এইচ এস স্কুলের রত্নদীপ মজুমদার। তাদের প্রাপ্ত নম্বর ৬৫৭।
১০) যুগ্মভাবে দশম স্থান দখল করেছে দুই জন। এরা হল বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের অরিন্দম দেবনাথ ও রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ইমন পোদ্দার। তাদের প্রাপ্ত নম্বর ৬৫৬।
মাধ্যমিক মাদ্রাসা আলিম পরীক্ষায় এবার বসেছিল ৩৫ জন। পাশ করেছে ২২ জন। পাশের হার ৬২.৮৬ শতাংশ।