আন্তর্জাতিক ডেস্ক ৷৷ বিশ্বের প্রথম ক্যান্সার আক্রান্ত হিসেবে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন ব্রিটেনের ইয়ান টুথিল (৪৭)। তিনি শেফিল্ড ইউনাইটেড ক্লাবের সমর্থক। এভারেস্টের মাথায় প্রিয় দলের পতাকা পুঁতে দিয়েছেন ইয়ান। চিকিৎসকরা জানিয়েছেন, আর বড়জোর কয়েক মাস বেঁচে থাকতে পারেন ইয়ান। এই কথা শোনার পরেই তিনি এভারেস্ট অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর লক্ষ্য ছিল ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য ২৯,১০০ পাউন্ড অর্থ সংগ্রহ। তার চেয়ে বেশিই অর্থ সংগ্রহ করতে পেরেছেন ইয়ান। তিনি মোট ৩১,৫০০ পাউন্ড পেয়েছেন। শেফিল্ডের আদি বাসিন্দা ইয়ান এখন লন্ডনে থাকেন। ২০১৫ সালের জুন মাসে তাঁর পেটে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার পর ২০১৬ সালে জানা যায়, তাঁর রোগ সেরে গিয়েছে। কিন্তু পরে জানা যায়, সেই মারণরোগ ফিরে এসেছে। ক্যান্সারকে হারাতে পারবেন কি না জানেন না, তবে নিঃসন্দেহে অনন্য নজির গড়লেন ইয়ান।