আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল ডুকলি মহকুমা কমিটির নব নির্মিত কার্যালয়ের। বুধবার বিকেলে হাপানিয়া বাইপাস সংলগ্ন স্থানে আয়োজিত ডুকলি মহকুমা কমিটির নব নির্মিত কার্যালয়ের দ্বারোদঘাটন করেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। নব নির্মিত কার্যালয়ের উদ্বোধনের পর এখানে ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর, সাংসদ ঝর্না দাস বৈদ্য, সি পি আই (এম) ডুকলি মহকুমা সম্পাদক নারায়ন দেব প্রমুখ।