দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ নভেম্বর ।। মঙ্গলবার, রাত আনুমানিক ন’টা নাগাদ বটতলা সুপার মার্কেটের সামনে বাইক চুরি করতে এসে ধরা পড়ে যায় প্রহরারত TSR এবং পুলিশের হাতে। ঘটনা এখানেই শেষ নয়, বাইক চোরকে পাকড়াও করলেও নিমেষেই চোর হাওয়া হয়ে যায়, পেছনে ধাওয়া করে TSR কিন্তু চেষ্টা বিফলে যায়। শেষ পর্যন্ত চোরের ফেলে যাওয়া মোবাইলটি কিছুটা সান্তনা জুগিয়েছে TSR এবং পুলিশকে। বটতলা পুলিশ ফাঁড়ির সামনে বাইক রেখে যারা নিশ্চিন্তে এদিক সেদিক যাচ্ছেন – এবার কিন্তু সতর্ক থাকতেই হচ্ছে।