পাঁচ জঙ্গিকে খতম করে উরিতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল ভারতীয় সেনাবাহিনীর

armyজাতীয় ডেস্ক ৷৷ জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে ফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। পাঁচ জন জঙ্গিকে খতমও করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুখোমুখি হন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে সওয়াল করেছেন। কিন্তু সীমান্তে উত্তেজনা কিছুতেই কমছে না। অন্যদিকে, এক তরুণের মৃত্যুর প্রতিবাদে আজ কাশ্মীরে বনধের ডাক দিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে শ্রীনগর ও সোপিয়ানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ফলে কাশ্মীরের বিভিন্ন অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। স্কুল, কলেজের পাশাপাশি দোকানপাট এবং অন্যান্য বাণিজ্যিক কেন্দ্রগুলিও বন্ধ ছিল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*