আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা করে তোলার লক্ষ্যে রাজ্যের বেসরকারি সংস্থা ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা এবং ডঃ এস এন সুব্বারাও যুব বিকাশ কেন্দ্র এর যৌথ উদ্যোগে আগরতলা শহরতলী ও তার পাশ্ববর্তী স্থানগুলিতে আয়োজিত ৪৫ দিন ব্যাপী স্কীল ডেভলাপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি অনুষ্ঠান শনিবার জয়নগরস্থিত ডঃ বি আর আম্বেদকর বিদ্যালয়ে আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ জীতেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ফর ইন্ট্রিগ্রেশন ট্রাষ্টের সভাপতি বিভূতি দেববর্মা, NYP ত্রিপুরা শাখার প্রাক্তন সদস্য গৌতম দাস সহ উপস্থিত ছিলেন সঞ্জয় সেন, প্রিয়াঙ্কা দাস, তিলোত্তমা দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা এবং ডঃ এস এন সুব্বারাও যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিষ মজুমদার। এদিন সংগঠনের তরফে টমাটো সচ, চিল্লি সচ, অ্যাপেল জ্যাম, রোয়াজা ট্রেনিং প্রাপ্ত ৮০ জন মহিলাকে সার্টিফিকেট প্রদান করেন সাংসদ জীতেন চৌধুরী। অনুষ্ঠানের শেষে সংগঠনের সম্পাদিকা প্রতিমা দেববর্মা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।