নতুন ব্যাচের ৫০০ টাকার নোট ইস্যু করল রিজার্ভ ব্যাঙ্ক, চলবে পুরনো নোটও

500জাতীয় ডেস্ক ৷৷ নতুন ব্যাচের ৫০০ টাকার নোট ইস্যু করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। নতুন নোটের ভিতরে ইনসেট লেটার হিসেবে রয়েছে ইংরেজি এ অক্ষরটি। আরবিআই জানিয়ে দিয়েছে, নোটবাতিলের পর জারি হওয়া ৫০০ টাকার নোটও একইভাবে চলবে। নতুন ইস্যু হওয়া নোটের সঙ্গে ৮ নভেম্বরের পর ইস্যু হওয়া নোটের চেহারাগত কিছু পার্থক্য আছে। ছবিতে দেখুন, যে নোটটি দেখানো হয়েছে, তার সিরিয়াল নম্বর পড়লে দেখতে পাবেন, প্রথম তিনটি সংখ্যার পর ছোট্ট একটু জায়গা ফাঁকা রাখা হয়েছে, তারপর বসেছে ছটি সংখ্যা। কিন্তু ওই ফাঁকা জায়গা আসলে ফাঁকা নেই, সেখানেও একটি অক্ষর রয়েছে। ভাল করে দেখলে দেখা যাবে ই অক্ষরটি। একে বলে ইনসেট লেটার। নতুন যে ৫০০ টাকার নোট হাতে আসবে, তাতে ইনসেট লেটার হিসেবে এ-কে দেখতে পাবেন আপনি। নোটবাতিলের পর রিজার্ভ ব্যাঙ্ক বাতিল করে দেয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। বদলে ইস্যু করে ৫০০ ও ২০০০ টাকা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*