দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ নভেম্বর ।। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের ডাকে গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয়েছে ব্যাঙ্ক ধর্মঘট। বেতন বৃদ্ধির আলোচনা ভেস্তে যাওয়াতে ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছে ফোরাম। বুধবার,গোটা রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হয়েছে ধর্মঘটের ফলে ব্যাঙ্ক কর্মচারীরা দাবীর সমর্থনে সোচ্চার হয়েছেন। ২৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবী নিয়ে কয়েক প্রস্থ আলোচনা হলেও সমাধান সূত্র বের হয়নি যার ফলশ্রুতিতে পরিষেবা বঞ্চিত হতে হয়েছে গ্রাহককে।