সাব্রুম বিজয়নগর পঞ্চায়েতে চলছে লুটের রাজত্ব, ক্ষুব্ধ এলাকাবাসী

sabrumওয়াটসঅ্যাপ প্রতিনিধি, সাব্রুম, ১৫ জুন ৷৷ সাব্রুম এর বিজয়নগর পঞ্চায়েতে চলছে লুটের রাজ। জনগনের অভিযোগ, শাসকদলের ঘনিষ্টদের এক দিন রেগার কাজ করিয়ে ৫ দিনের মজুরি দিচ্ছে আর সাধারণ জনগণ ৫ দিন কাজ করে মজুরি নিয়ে থাকে। এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েতের প্রধানসহ মেম্বার ও দলীয় কর্মীরা মিলে বিভিন্ন উন্নয়নের অর্থ হাফিজ করে দিচ্ছে। এর মধ্যে পঞ্চায়েতের ঘর বিতরণে ব্যাপক দুর্নীতি শুরু হয়েছে। পঞ্চায়েতের মানুষদের সংসদের মাধ্যমে ঘর না দিয়ে দলের প্রধান ও মেম্বাররা নিজেদের মধ্যে ঘর ভাগাভাগি করে নিয়েছে। এ কথা জানতে পেরে এলাকার জনগণ ক্ষেপে গেলে গত শনিবার (১০ই জুন) সংসদ হবে বলে এলাকার মানুষদের আশ্বাস দেন পঞ্চায়েতের তরফে। কিন্তু বাস্তবে দেখা যায় পঞ্চায়েতের কোনো সদস্যরা এদিন আসেনি। এলাকার জনগণ এর কারণ জানতে চাইলে পরে সংসদ হবে বলে পঞ্চায়েতের তরফে জানানো হয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েতের প্রধান, মেম্বার আর কিছু দলীয় ক্যাডারদের মধ্যে ঘর বিলি করা হয়ে গেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে এলাকার জনগণ চাইছে সাঁতচাঁদ BDO এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে সংসদের মাধ্যমে প্রকৃত বেনিফিশারীদের মধ্যে ঘর বন্টন করে দেয়ার জন্য।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*