আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন ৷৷ সাব্রুম মহকুমায় ৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ১০০ শয্যার সাব্রুম মহকুমা হাসপাতাল এবং ১০ শয্যার মনুঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে স্বাস্থ্যমন্ত্রী ৩০ শয্যা বিশিষ্ট শ্রীনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের পাকা ভবনের দ্বারোদঘাটন করেন। ভিত্তিপ্রস্তর ও দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্যরা। তিনটি পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ত্রিপুরাকে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রণী রাজ্যে উন্নত করার লক্ষ্যে কাজ হচ্ছে বলে মন্তব্য করেন। এছাড়াও বক্তব্য রাখেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রুমা মজুমদার বসাক, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, পূর্ত দপ্তরের সুপারিন্টেনডেন্ট অজিত লোধ সহ অন্যান্যরা।