কৃষক হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল

cpim cpim.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন ৷৷ সম্প্রতি মধ্যপ্রদেশের মান্দসৌরে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে কৃষক হত্যার প্রতিবাদে দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। এই ঘটনার প্রতিবাদে গোটা দেশের সাথে রাজ্যেও AIKS, AIAWA, GMP এবং CITU মোট ৪টি সংগঠন শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে। ফসলের ন্যায্য দর, ঋণ মকুব ইত্যাদির দাবিতে মধ্যপ্রদেশের মান্দসৌরে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে কৃষক হত্যার ঘটনার প্রতিবাদে শুক্রবার আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, সি আই টি ইউ এবং গনমুক্তি পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনী এলাকায় আসে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল শেষে এই ৪টি সংগঠনের তরফে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*