কেরলেও পৌঁছে গেল মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

metroজাতীয় ডেস্ক ৷৷ এবার কেরলেও পৌঁছে গেল মেট্রো রেল। কোচিতে রাজ্যের প্রথম মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পালারিভাত্তম স্টেশনে ফিতে কেটে এই মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছিলেন কঙ্কন রেলওয়ে ও দিল্লি মেট্রোর জনক বলে পরিচিত ‘মেট্রো ম্যান’ ই শ্রীধরণ। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও ছিলেন অনুষ্ঠানে। সোমবার ভোর ছটা থেকে পাকাপাকিভাবে চালু হবে কোচি মেট্রো। আলুভা ও পালারিভাত্তম স্টেশন থেকে শুরু হবে ট্রেন চলাচল। আর দশটায় আলুভায় এসে থামবে শেষ ট্রেন। নানা দিক থেকে দেশের মধ্যে প্রথমের মর্যাদা পাচ্ছে এই কোচি মেট্রো। এটি দেশের প্রথম ওয়াটার মেট্রো, কোচির দশটি দ্বীপের মধ্যে সংযোগ গড়ে তুলবে। এই প্রথম মেট্রোয় বিশালভাবে ব্যবহার হবে সৌর বিদ্যুৎ। ২২টি স্টেশনে সোলার প্যানেল থাকবে। কোচি মেট্রো চেষ্টা করছে, তাদের প্রয়োজনীয় বিদ্যুতের ২৫ শতাংশ সৌর শক্তি থেকে নেওয়ার। এই রেল পরিষেবা দেশের প্রথম সরকারি সংস্থা যা উভলিঙ্গ নাগরিকদের চাকরি দেবে। ২৩জনের প্রথম দিন থেকেই কাজে লাগার কথা। তা ছাড়া রেলের কয়েকটি স্তম্ভের ওপর বাগান করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের, তাতে ব্যবহার করা হবে পুরসভার বর্জ্য। এটিও দেশের মধ্যে প্রথম। সব কিছুর পরে গ্রেটার কোচি এলাকার মানুষ এই পরিষেবায় দারুণ উপকৃত হবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*