আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রধানমন্ত্রীর যোগসভায় অসুস্থ ২১

pmজাতীয় ডেস্ক ৷৷ লখনউতে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে অসুস্থ হলেন ২১ জন। এদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। উত্তরপ্রদেশের রাজধানীর রামবাই অম্বেডকর ময়দানে এদিন বিশাল যোগব্যায়ামের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি গতকালই লখনউতে পৌঁছেছিলেন। এদিন সকাল থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী ছিল লখনউবাসী। কখনও রোদ, তো কখনও বৃষ্টি। তার মধ্যেই খোলা আকাশের নীচে চলে যোগাসনের প্রক্রিয়া। জানা গিয়েছে, বৃষ্টি ও হাওয়ার দাপটে ২১ জন হাইপোথার্মিয়া (ঠান্ডায় গা শিরশিরানি ভাব) ও মাথাব্যথার অভিযোগ করেন। অনুষ্ঠানস্থলের কাছে তৈরি করা অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে প্রথমে তাঁদের প্রাথমিক শুশ্রূষা করা হয়। পরে তাঁদের লোকবন্ধু হাসপাতালে ভর্তি করা হয়। যদিও, ২-৩ ঘণ্টা পর সকলকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*