কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেলমেট দিয়ে পিটিয়ে নর্মদায় ফেলে পালাল একদল যুবক

trafficআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন ৷৷ ট্রাফিক পুলিশের মাথায় হেলমেট দিয়ে পিটিয়ে সংজ্ঞাহীন করে নর্মদায় ফেলে পালায় এক দল উন্মুক্ত যুবক। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনা রাজধানীর উত্তরগেটে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরগেটের ট্রাফিক পয়েন্টের সামনে ট্রাফিকের ডি এস পি’র নেতৃত্বে বাইকের কাগজপত্র দেখার সময় সাজরা দেববর্মা নামে নেশাগ্রস্ত এক যুবককে ট্রাফিক কনেস্টেবল বিশ্বজিৎ দাস আটক করে। জানা যায়, বাইকের কাগজপত্র দেখতে ঐ যুবক পুলিশকে গালাগাল দিতে থাকলে বাধ্য হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তখন সাজরা দেববর্মা নামে ঐ যুবক তার মোবাইল থেকে কয়েকজনকে ফোন করলে মুহূর্তের মধ্যে কয়েকজন উপজাতি যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সাজরা দেববর্মাকে থানায় নিয়ে গেলে কর্তব্যরত ট্রাফিক কনেস্টেবল বিশ্বজিৎ দাসকে একা পেয়ে তার উপর চড়াও হয় উত্তেজিত উপজাতি যুবক দলটি। কিল, চর, লাথি ও হেলমেটের আঘাতে নর্মদায় সংজ্ঞাহীন হয়ে পরে ট্রাফিক কনেস্টেবল বিশ্বজিৎ দাস। জানা যায়, বুধবার পুলিশ একজন অভিযুক্তকে আটক করেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*