বিজেপি’কে শক্তিশালি করার জন্য রাজনগরে পরিবর্তন জনসমাবেশে আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

bjpবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুন ৷৷ মিশন ২০১৮ কে সামনে রেখে বিলোনিয়া মহকুমার রাজনগরে এই পরিবর্তন সভার আয়োজন করা হয়। পার্শ্ববর্তী রাজ্য আসামের অর্থ, শিক্ষা, রাজস্ব ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হাতধরে এই পরিবর্তন সভার কাজ সামনের দিকে এগিয়ে চলেছে। এই অনুষ্ঠানে সি পি আই (এম) থেকে ১০৭ পরিবারের ৩৮৬ ভোটার, তৃনমূল থেকে ২২ পরিবারের ৭৬ ভোটার, ও কংগ্রেস থেকে ১৮ পরিবারের ৭২ ভোটা, মোট ১৪৭ পরিবারের ৫৩০ ভোটার বিজেপিতে যোগদান করেন। এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব, রাজ্য সহ সভাতিপতি সুবল ভৌমিক, রাজ্য প্রভারি সুনিল দেওধর, বিশিষ্ট আইনজিবি অরুন ভৌমিক, বিজেপির দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস, সহ-সভাপতি শ্যামলাল দেবনাথ ও অন্যান্য নেতৃত্ববর্গ। এই অনুষ্ঠানের শুরুতে রাজনগর থানার সামনে থেকে অনুষ্ঠানের ময়দান পর্যন্ত এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিল শেষে জমায়েত শুরু হয়। সমগ্র অনুষ্ঠানে উৎসবের মেজাজে ব্যাপকহারে লোকজন অংশগ্রহন করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সবদিকে তাকিয়ে দেখলে দেখা যায় ভারতের মধ্যে উন্নয়ন মূলক কাজের দিকে ত্রিপুরা পিছিয়ে রয়েছে। সর্বশেষে হিমন্ত বিশ্বশর্মা অনুষ্ঠানে উপস্থিত সকল লোকজনদের কাছে আহবান করেন আগামী নির্বচনে সকলে যেন বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*