শাষকদলের বড় মাপের নেতৃত্ববৃন্দদের বিজেপিতে যোগদান

bjp.jpg joinবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুন ৷৷ শুক্রবার বিজেপির ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সি পি আই (এম) থেকে বড় মাপের নেতৃত্ববৃন্দরা বিজেপিতে যোগদান করেন। শান্তির বাজার মহকুমার অন্তরগত জোলাইবারি বিজেপি অফিসে এই নেতৃত্ব বৃন্দরা বিজেপির ছত্র ছায়ায় আসেন। সি পি আই (এম)-র অবিভক্ত দক্ষিন জেলার শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের সেন্ডিং কমিটির চ্যেয়ারম্যান অংক্য মগ চৌধুরি, এস এফ আই এর ডি সি এম উত্তম সরকার, সি পি আই (এম)-র শহিদ পরিরের ছেলে ঋষিকেশ বৈদ্য, সি পি (এম)-র এর প্রাক্তন ভিলেজ কাউন্সিলার দেবেন্দ্র রিয়াং, গীতামোহন রিয়াং ও অন্যানা সদস্যগন এই অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন। এদেরকে আনুষ্ঠানিকভাবে হাতে দলিয় পতাকা তুলে দিয়ে বরন করেনেন বিজেপির দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস , দক্ষিন জেলার জেলা সম্পাদক বিকাশ বৈদ্য, মন্ডল সভাপতি তাপস দত্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*