গোপাল সিং, খোয়াই, ২৪ জুন ৷৷ খোয়াই থানা এলাকার বারবিল গ্রামে খোয়াই বিদ্যালয় পরিদর্শকের অধীন বারবিল উচ্চ বিদ্যালয়ে দূঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের প্রথমিক বিভাগের শিক্ষকরা স্কুলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের তিনটি তালা সহ গ্রিল ভাঙ্গা এবং প্রধান শিক্ষকের কক্ষে তিনটি আলমিরা ভাঙ্গা। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ দাস সহ পুলিশ ছুটে আসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা জানায়, শনিবার রাতে এই চুরি কান্ডে বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র, নগদ ৮-৯ হাজার টাকা সহ মিড ডে মিলের চাল লুট করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।