আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন ৷৷ রাজ্যের একটি দৈনিক প্রতিবাদী সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হল। বে-আইনিভাবে পত্রিকা প্রকাশনা করার অভিযোগে রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার ডঃ মিলিন্দ রামটেকে ‘প্রতিবাদী কলম’ পত্রিকার প্রকাশনা বন্ধের নির্দেশ দেন। প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস (পি আর বি) অ্যাক্ট ১৮৬৭ লঙ্গন করে বে-আইনিভাবে পত্রিকা প্রকাশনা করা হচ্ছে বলে অভিযোগ। রাজ্যের প্রভাতী দৈনিক ‘প্রতিবাদী কলম’ পত্রিকার প্রকাশনা বন্ধের নির্দেশ চাউর হতেই রাজ্যের জনগন, পাঠক সহ রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।