আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ৷৷ নারী সংক্রান্ত অপরাধের কারনে ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য কমিটির সদস্য পদ থেকে বিদ্যুৎ ঘোষকে অপসারিত করা হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ ঘোষকে এক চিঠিতে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব উল্লেখ করেছেন, দীপা দাস নামে এক মহিলা বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে অসচ্চরিত্রতা অবলম্বন করার অভিযোগ এনে তেলিয়ামুড়া থানায় মামলা করেছেন। চিঠিতে শ্রী দেব আরও উল্লেখ করেন, নারী সংক্রান্ত এই অপরাধের জন্য বিদ্যুৎ ঘোষকে বিজেপি রাজ্য কমিটির সদস্য পদ থেকে অপসারন করা হয়েছে, যতদিন না পর্যন্ত এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
জানা গেছে, দীপা দাস তেলিয়ামুড়ার বিজেপি এস সি মোর্চার নেত্রী।