আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ৷৷ এবার আগরতলা পাওয়া গেল প্লাস্টিকের ডিম। মঙ্গলবার আড়ালিয়া এলাকায় জনৈক দীপ্তানন্দ সরকার নামে এক ব্যাক্তির নজরে আসে এই প্লাস্টিকের ডিম। তিনি জানান, পাড়ার দোকান থেকে ডিমগুলি এনে সেদ্ধ করে ডিম কাটার সময় উনার স্ত্রী দেখতে পান ৩টা ডিমের কুসুম হলুদ হলেও একটি দিমের কুসুম সাদা। যা হাত ধিয়ে ধরলে প্লাস্টিকের মতোই অনুভব হয়। তিনি জানান, ডিমটি পাড়ার অন্যদের দেখালেও সবার একই অনুমান এটা প্লাস্টিকের ডিম। খবর পেয়ে সাংবাদিকরা গিয়ে দোকানিকে জিজ্ঞাসা করলে দোকানি বলেন, সবসময়ের মতো ডিমগুলি তিনি রাজধানীর মহারাজগঞ্জ বাজারের পাইকারি ডিমের দোকান থেকে কিনে এনেছেন।