আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ৷৷ এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে দ্বিতল শিশু উদ্যান বিপণী বিতানের আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার। মূখ্যমন্ত্রী মানিক সরকার এই বিপণী বিতানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৩৫৭.৭৮ স্কোয়ার মিটার জায়গার উপর দ্বিতল এই ভবনে ১৩৯টি রুম রয়েছে। এর মধ্যে গ্রাউন্ড ফ্লোরে ৬৩টি এবং ফাস্ট ফ্লোরে ৭৬টি রুম রয়েছে। এই বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে ১০.৯৭ কোটি টাকা এবং এটি নির্মাণ করতে সময় নিয়েছে দুই বছর। ১৭৫ মিটার ড্রেনের উপর আর সি সি কভার দেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রোজেক্টটির নিরমানের দায়িত্বে ছিল রাজ্য সরকারের পূর্ত দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে, আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোন এডভাইজরী কমিটির চেয়ারম্যান ফুলন ভট্টাচার্য, পুর পারিষদ রত্না দত্ত, লেলিন সরণি ব্যবসায়ী সমিতির সভাপতি শ্যামল ভট্টাচার্য, পুর কমিশনার দেবপ্রীয় বর্দ্ধন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা।