আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন ৷৷ রাজ্যের বিভেদকামী শক্তিগুলির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে গর্জে উঠার আহ্বানে সি পি আই (এম)–র ডাকে জনসমাবেশ সংগঠিত হয়। বুধবার জিরানীয়া মোহনপুরে সি পি আই (এম)–র ডাকে জনসমাবেশে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে, টি টি এ এ ডি সি-র সি ই এম রাধাচরন দেববর্মা সহ দলীয় নেতা কর্মীরা। উক্ত সমাবেশে রাজ্যের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাম্প্রদায়িক বিজেপি সহ বিভেদকামী শক্তিগুলির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সকল অংশের জনগণকে এগিয়ে আসতে বক্তারা আহ্বান জানান।