সাইবার সিকিউরিটি কনফারেন্সে এক্সপার্ট বক্তা হিসাবে ভারতীয় বংশোদ্ভূত ৮ বছরের বিস্ময় রবেন

Rueben_Paul_8_Year_Old_Compনয়া দিল্লি, ১৩ নভেম্বর ।। বয়স মাত্র ৮। কিন্তু তাতে কী? এর মধ্যেই সাইবার জগতে নিজের দক্ষতা প্রমাণ করে ফেলেছে সে। আর তার জেরেই সাইবার সিকিউরিটি কনফারেন্সে এক্সপার্ট বক্তা হিসাবে আমন্ত্রিত ভারতীয় বংশোদ্ভূত চাইল্ড প্রোডেজি রবেন পল। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা এই কনফারেন্সের অন্যতম বক্তা বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং।
গ্রাউন্ড জিরো সামিটের উদ্যোক্তারা জানিয়েছেন ১৪ নভেম্বর নয়া প্রজন্মের মধ্যে কীভাবে সাইবার সিকিউরিটি বাড়ানো যায় সেই নিয়ে বক্তব্য রাখবে রবেন।
অধুনা মার্কিন দেশের বাসিন্দা ৮ বছরের রবেন মাত্র দেড় বছর আগে বাবার কাছে কম্পুউটার ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে। এরমধ্যেই এতটাই দক্ষ হয়ে উঠেছে সে এখন নিজেই নিজের প্রজেক্ট ডিজাইন করে।
বর্তমানে অ্যাপেলের iOS প্ল্যাটফর্মের জন্য সুইফট প্রোগ্রামিং শিখছে রবেন।
চলতি বছরে নিজের গেমিং ফার্ম খুলে ফেলেছে ৮ বছরের এই বিস্ময়। নিজের কোম্পানির সিইও সেই।
তবে এটাই প্রথম নয়। সাইবার সিকিউরিটি নিয়ে এই নিয়ে চতুর্থবার বক্তব্য রাখতে চলেছে রবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*